বিটকয়েন কি? বিটকয়েন সর্ম্পকে বিস্তারিত।What is Bitcoin? Detailed details about Bitcoin

বিটকয়েন কি?

বিটকয়েন বিশ্বের প্রথম বিকেন্দ্রীভূত মুদ্রা যেটা সাধারন ব্যবহারকারী দের কোন ধরনের ব্যাংক বা তৃতীয় পক্ষের সহযোগীতা ছাড়া লেনদেন করার সুযোগ দেয়। শুধুমাত্র কম্পিটার ব্যবহার করে লেনদেন সম্পন্ন করা যায়।

যেহেতু বিকেন্দ্রীভূত মুদ্রা তাই কেন্দ্রীয় ভাবে কেও এটার নিয়ন্ত্রন করে না।যাতে সবাই সামান ভাবে সুবিধা নিতে পারে।অথ্যাত আমাদের সাধারন লেনদেন এর ক্ষেত্রে যেমন ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রন/ মধ্যস্থতা করে এক্ষেত্রে বিষয়টা তেমন টা।এর মাধ্যমে সরাসরি গ্রাহক থেকে গ্রাহক পর্যারে লেনদেন করা হয়।
আপনি হয়ত ভাবতে পারেন কেও নিয়ন্ত্রন করছে না মানে সেখানে বিশৃঙ্খলা ঘটতে পারে কিন্তু সেটা সত্যি নয় কারন বিটকয়েন এর পুরো পক্রিয়া যে প্রযুক্তি নিয়ন্ত্রন করছে সেটারে বলা হয় ব্লকচেয়ন।যেটা পৃথিবীতে থাকা নির্ভুল ও সেরা টেকনোলজির মধ্যে অন্যত্তম।

এটি কিভাবে স্বাভাবিক মুদ্রার থেকে ভিন্ন?

সাধারন লেনদেনের ক্ষেত্রে  ব্যাংক অথবা কোন তৃতীয় পক্ষের মাধ্যমে করা হয়। যেমন আপনার বাসা থেক যখন টাকা পাঠায় তখন টাকা আামাদের কাছে টাকা পৌছানোর জন্য ব্যাংক মধ্যস্ততা করে থাকে।
কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সরাসরি বিটকয়েন নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিটার আর আসকি মেশিনের সাহায্যে ১ ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে পৌছানো হয়।

কিভাবে বিটকয়েন পাওয়া যাবে?

আপনার যদি সোনা দরকার হয় তাহলে সেটা পাওয়ার ২ টা উপায় । ১. সোনা কেনা ২. খনি থেকে আহরন করা। ঠিক তেমন বিটকয়েন পাওয়ার ২ টা উপায় হলো:
১. কেনা: সাধারন মুদ্রা দিয়ে বিটকয়েন কেনার জন্য ভিভিন্ন ধরনের অনলাইন প্লাটফরম রয়েছে। সেখান থেকে বিকয়েন যেতে পারে।
২. মাইনিং: মাইনিং কিছুটা খনি থেকে সোনা আহরনের মতো। এই ব্যবস্থায় বিটকয়েন না কিনে  মাইনার বিটকয়েনর নেটওয়ার্কে থেকে সফল ভাবে লেনদেন সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করে বিনিময়ে পুরষ্কার হিসাবে কিছু বিটকয়েন পায়।

কোথায় বিটকয়েন সংরক্ষণ করা হয়?            

আমরা সাধারন মুদ্রা সাধারনত ব্যাংকে রাখি এবং দরকারে নিজের কাছে রেখে ব্যবহার করি কিন্তু বিকয়েন রাখার জন্য কোন ব্যাংক দরকার নাই।
বিটকয়েন ডিজিটাল ওয়ালেটে সংরক্ষন করা হয় যেটা থাকতে পারে আপনার কোন ক্লাউডে, মোবাইলে বা কম্পিটারে।আপনি আপনার স্মাটফোন ব্যবহার করেই ডিজিটাল ওয়ালেট তৈরি করতে পারেন।

কিভাবে বিটকয়েন কাজ করে?

বিটকয়েন যে প্রযুক্তি ব্যবহার করে তারে বলা হয় ব্লকচেইন  ।এই ব্যবস্থায় কেন্দ্রয়ী রেকর্ড রাখার পরিবর্তে ট্রানজ্যাকশন রেকর্ড রাখা হয় ।এক্ষেত্রে হ্যাস ফাংশন ব্যবহার করা হয়।
ব্লকচেইন প্রতিটি ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে দুইটি চ্যালেন্জিং সমাধান করে। ১.তথ্য নিয়ন্ত্রন করা। ২. তথ্য নকল করা রোধ করা। যখন কোন ধরনের ট্রানজেকশন শুরুর দরকার হয় তখন লিডার রেকড করে এবং নেটওয়াকে দিয়ে দেয়। সারাবিশ্বের বিভিন্ন কম্পিটার ম্যাথমেটিকাল প্রবলেম সলভ করে লেনদেন নিশ্চিত করে । এবং কয়েন মাইনাররা তাদের কম্পিটার ব্যাবহার করতে দিয়ে পুরষ্কার হিসাবে লেনদেনের খুদ্র অংশ পায়।

বিটকয়েনের ভবিষ্যত?

এটি দিন সারা বিশ্বে খূবই জনপ্রিয় হয়ে উঠছে।এবং ভবিষ্যতে এর ব্যাবহার আরো ব্যাপক ভাবে বাড়বে বলে ধারনা করা হচ্ছে।বিশ্বের বড়ো বড়ো কোম্পানী যেমন: ডেল, মাইক্রোসফট ইতিমধ্যেই এই মুদ্রা গ্রহন ও ব্যাবহার করা শূরু করে দিছে।
তবে কোন নিয়ন্ত্রন না থাকায় সরকার tax নিয়ে অত্যান্ত চিন্তিত কারন এই ব্যবস্থায় টাকার মালিক কে খোজা ও tax আদায় করা এখনো সম্ভব হয় নি।

এটা কি আইনি ভাবে বৈধ?

ক্রিপ্টোকারেন্সি দিন দিন জনপ্রিয় হলেও এই ব্যবস্থায় কোন নিয়ন্ত্রন না থাকায় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এই মুদ্রা নিষিদ্ধ।

কারা এই প্রযুক্তির পিছনে আছে?

২০০৮ সালে সাতোশি নাকামোতো নামের কোনে এক অজানা লোক/সংগঠন অথবা কোম্পানি এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।তবে আজও এর আবিষ্কারকের সর্ম্পকে সুর্নিষ্ট ভাবে জানা যায় নি।
এই সম্পূর্ণ ওপেন সোর্স।এবং এই মুহুত্বে এটি একটি কমিওনিটির দ্বারা পরিচালিত হচ্ছে।
এ্টা আমার লেখা প্রথম পোস্ট! ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত লিখব। সাথে থাকার জন্য ধন্যবাদ।
What is Bitcoin?
Bitcoin is the world's first decentralized currency that allows users to trade without any kind of bank or third party collaboration. The transaction can be done using only the computator.
Since decentralized currency does not control it in a centralized way, so that everyone can take advantage of it. In the case of our general transactions, such as by controlling / interferring the banking system, it is through the same thing that the customer is traded directly from the customer.
You may think that no one is controlling that there may be chaos, but that is not true because the process of controlling the whole process of Bitcoin is called Blockquan. It is the best and the best technology in the world to be the best.
How is it different from normal currency?
In the case of general transactions, the bank or through a third party. As soon as you send money from your house, the bank interrupts the money to reach the money to us.
But in Bitcoin, the Bitcoin network is directly accessed by the computer and ASKI machine from 1 user to another user.
How Bitcoin can be found?
If you need gold, there are two ways to get it. 1. Buy gold Get rid of mine. There are two ways to get exactly the bitcoin:
1. Buying: There are various types of online platforms to buy Bitcoin with a normal currency. There may be bakeman from there.
2. Mining: Mining is like a gold mine from mine. By not buying Bitcoin in this system, miner gets some bitcoin as a reward for solving various types of mathematical problems in order to successfully complete transactions from BitCinayera network.
Where is Bitcoin stored?
We usually keep the common currency in the bank and keep it with ourselves, but there is no bank to keep the sales.
Bitcoin is stored in digital wallet which can be in your cloud, mobile or computer. You can create digital walts using your smartphones.
How does Bitcoin work?
The use of Bitcoin technology is called blackchain. In this system, instead of keeping recordable records, transaction records are kept. Hass functions are used in this case.
For each digital transaction, Blockchain resolves two charging solutions. 1. Control the information. 2. Stop copying information. When a transaction is required to start, then the leader can record and give the network. Worldwide, compatriot mathematical problems make sure to deal with transactions. And the miners get their cigarette portion of the transaction as a reward by using their computator.
Bitcoin's future?
It is becoming popular in the world all day. And it is expected to increase its usage in the future. Big companies such as Dell, Microsoft have already started taking and using these coins.
However, because of no control, the government is very concerned about tax because it is not yet possible to make the owner of the money in the system and to tax.
Is it legally valid?
Although cryptococarrency is popular every day, there are no restrictions on this system, due to the restriction of these coins in many countries of the world including Bangladesh.
Who is behind this technology?
In 2008, an unknown person / organization or company named Satoshi Naakamoto introduced this currency. However, the identity of the inventor was not well known today.
This is a complete open source. And in the meantime it is being operated by a committee.
This is my first post! In the future, we will write more details about this. Thanks for being with.
Share:

No comments:

Post a Comment

Facebook

Popular Posts

Popular Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.